কদমতলী থেকে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

কদমতলী থেকে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদন
দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে আটক ইয়াবা ব্যবসায়ী বাবুল হোসেনকে(৩০)কে শ্রীঘরে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৭ মার্চ) দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে শনিবার (১৬ মার্চ) রাতে র‌্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানসহ র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ২৫৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। জব্দকৃত ইয়াবা ও আটক বাবুলকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করলে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে শ্রীঘরে পাঠায়।

বাবুল হোসেন গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জের মোল্লাগ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর