ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
দণি সুরমা থেকে দেশীয় তৈরি পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মো. নূর হোসেন মিটন (২৬) নামের ওই ব্যক্তি সিলেট জেলার দণি সুরমা উপজেলার পিরোজপুর গ্রামের মো. আওলাদ হোসেনের ছেলে।
সোমবার ভোররাতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. নূর আলম। তিনি জানান, দণি সুরমার বঙ্গবীর রোডের উপহার কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামীকে এসএমপি’র দণি সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech