দক্ষিণ সুরমায় দেশীয় অস্ত্রসহ আটক ১

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

দক্ষিণ সুরমায় দেশীয় অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদন
দণি সুরমা থেকে দেশীয় তৈরি পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মো. নূর হোসেন মিটন (২৬) নামের ওই ব্যক্তি সিলেট জেলার দণি সুরমা উপজেলার পিরোজপুর গ্রামের মো. আওলাদ হোসেনের ছেলে।

সোমবার ভোররাতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. নূর আলম। তিনি জানান, দণি সুরমার বঙ্গবীর রোডের উপহার কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামীকে এসএমপি’র দণি সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর