ছাতকে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

ছাতকে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদন
সিলেটে শিশু হত্যা ও লাশ গুমের মামলায় এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশ প্রাপ্ত আসামী সেলিম মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মরতাব আলীর ছেলে সেলিম মিয়া। সে বর্তমানে পলাতক রয়েছে।

মামলার বরাত দিয়ে ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, ২০১১ সালের ২৪ নভেম্বর পীরপুর গ্রামের যোদ্ধাহত মুক্তিযোদ্ধা রমজান আলীর ১১ বছর বয়সী ছেলে জুবেল আহমদকে মোবাইল কেনার কথা বলে দুই হাজার টাকা নেয় একই গ্রামের সেলিম মিয়া। টাকা নিয়ে মোবাইল ফোন না দিয়ে জুবেলকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় জুবেলের মায়ের সঙ্গে বাকবিতন্ডা হয়।

দুইদিন পর ২৬ নভেম্বর পীরপুর বাজারে সেলিমের দোকানে যায় জুবেল। এরপর থেকে জুবেল নিখোঁজ হয়। ২৮ নভেম্বর স্থানীয় একটি পুকুর থেকে জুবেলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জুবেলের ভাই রুহেল আহমদ বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় সেলিম মিয়া ছাড়াও একই এলাকার আবুল কালাম ও এখলাছুর রহমানকেও আসামী করা হয়। ২০১৩ সালের ২ ফেব্রæয়ারি পুলিশ ওই তিনজনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দেয়। পরে সুনামগঞ্জের আদালত মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

২০১৫ সালের ২৮ মে চার্জগঠন করে বিচার কাজ শুরু করেন আদালত। মামলার ২২ জন সাীর মধ্যে ১৭ জনের স্যাগ্রহণ শেষে মঙ্গলবার (২ এপ্রিল) রায় ঘোষণা করা হয়। রায়ে আবুল কালাম ও এখলাছুর রহমানকে বেকসুর খালাস এবং সেলিম মিয়ার ফাঁসি ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর