ঢাকা ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত প্রথম সমাবেশ শেষে ফেরার পথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপির প্রায় ২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরের শাহজালাল উপশহর এলাকার একটি অভিজাত হোটেলের সামনে থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশ শেষে ফেরার পথে তাকে আটক করা হয়েছে। খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও নগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির প্রায় ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসি গোলাম সাদেক কাউসার দস্তগীর জানান, জিজ্ঞাসাবাদের জন্য খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অন্যদের আটকের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech