পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে দক্ষিণ সুরমায় জলাবদ্ধতা

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে দক্ষিণ সুরমায় জলাবদ্ধতা

সাহাদ উদ্দিন দুলাল
দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের মোমিনখলা আবাসিক এলাকায় পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে কয়েকটি পরিবার পানিবন্দী রয়েছে। স্থানীয়ভাবে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই জলাবদ্ধতা নিস্কাষনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, মোমিনখলার বিশিষ্ট মুরব্বী ও মোমিনখলা পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি হাজী মানিক মিয়ার বাড়ীর চারপাশে ও ঘরের ভিতরে জলাবদ্ধতা রয়েছে।

এই জলাবদ্ধতার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের এলাকায় বাইপাস রোডের কালা মিয়া জামে মসজিদ সংলগ্ন স্থানে একটি প্লাস্টিক ফ্যাক্টরী রহিয়াছে। ঐ ফ্যাক্টরীর ময়লা, আবর্জনা সঠিক স্থানে না ফেলে নালা নর্দমায় ফেলার কারণে ইদানিং বৃষ্টিপাত শুরু হওয়ায় বৃষ্টির পানির সাথে ঐ ফ্যাক্টরীর বিভিন্ন বিষাক্ত বৈর্জ্য ও প্লাস্টিকের আবর্জনা মিশে পানি নিস্কাশনে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফ্যাক্টরীর বিষাক্ততায় এলাকার মৎস্য, হাঁস- মোরগ, ধান ও বৃক্ষাদি মরে যাচ্ছে। তাছাড়া ছোট ছোট কোমলমতি শিশু সহ বৃদ্ধ ও রোগীদের ক্ষতি হচ্ছে। এমনকি ঐ ফ্যাক্টরীর বৈর্জ্যরে দূর্গন্ধ বাতাসে মিশে গিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। ফ্যাক্টরীর মেশিনের বিকট আওয়াজে শব্দ দূষণ হয়ে পরিবেশও মারাতœক ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমার বাড়ীর পাশে ড্রেনের ব্যবস্থা থাকলেও ড্রেন উচু নিচু হওয়াতে পানি চলাচলে বাধা প্রাপ্ত হচ্ছে।

এ ব্যাপারে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমাদের ওয়ার্ডের ড্রেনের কাজ আংশিক সমাপ্ত হয়েছে। কাজ সম্পূর্ণ শেষ হলে পানি নিস্কাশন ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া কাজের কারণে বিভিন্ন স্থানে বাধ দিতে হচ্ছে, সেকারণে বৃষ্টি হওয়াতে সামান্য পানি জমে গিয়ে বাড়ীতে উঠেছে। আগামীতে এই সমস্যা সমাধান হয়ে যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর