জগন্নাথপুরে শ্বাসরোধ হয়ে কাজের লোকের মৃত্যু

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্বাসরোধ হয়ে রাফছান মিয়া(১২) নামের এক কাজের লোকের মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। সেই সাথে রাকিব আলী(১৫) নামের আরেক কাজের লোক গুরুতর আহত হয়েছে। সে একই গ্রামের ফারুক আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, লুদরপুর গ্রামের মনু মেম্বারের বাড়িতে কাজ করতো রাফছান ও রাকিব। প্রতিদিনের মতো সোমবার রাতে তারা নির্ধারিত স্থানে ঘুমাতে যায়। তবে পরদিন মঙ্গলবার সকালে ঘুম না উঠায় বাড়ির লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে দরজা ভেঙে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফছানকে মৃত ঘোষণা করেন এবং রাকিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানাযায়, রাফছান ও রাকিব যে ঘরে ঘুমে ছিল সে ঘরে রাতে জেনারেটর চলছিল। সেই সাথে ঘরের দরজা জানালা বন্ধ ছিল। এতে জেনাটরের ধোয়ায় শ্বাসরোধ হয়ে তারা অচেতন হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. শায়খুল ইসলাম বলেন, কোন প্রকার ধোয়ার কারণে শ্বাসরোধ হয়ে ১ জনের মৃত্যু ও আরেকজন আহত হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, দরজা-জানালা বন্ধ থাকা ঘরে জেনারেটরের ধোয়ায় শ্বাসরোধ হয়ে রাফছানের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এরপরও আর কোন রহস্য আছে কিনা এ বিষয়ে নিবিড় তদন্ত চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর