বজ্রপাতে প্রাণহানি কমাতে তাল গাছের চারা রোপণ

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯

বজ্রপাতে প্রাণহানি কমাতে তাল গাছের চারা রোপণ

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতিতে গুচ্ছগ্রাম ২য় পর্যায়ে(সিভিআরপি)প্রকল্পের আওতায় তাল গাছের চারা রোপণ করা হয়েছে। পুরান লক্ষ্মণশ্রী গুচ্ছগ্রাম-২ বাস্তবানাধীন প্রকল্পের অধীনে বৃহস্পতিবার দুপুরে তাল গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোহাম্মদ সফিউল আলম, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার(ভ‚মি) নুসরাত ফাতিমা, সহকারী কমিশনার(গোপনীয়)আসিফ আল জিনাত, সুনামগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, বজ্রপাতে প্রাণহানি কমাতে ও ফলজ বৃক্ষ হিসেবে ৩হাজার ৫শত তাল গাছের চারা রোপণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর