২ মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯

২ মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

ডেস্ক প্রতিবেদন

আগামী দুই মাসের মধ্যেই পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব ম্যালেরিয়া দিবস অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১০ হাজার ডাক্তার নিয়োগের অনুমোদন পেয়েছি। আগামী দুই মাসের মধ্যে পাঁচ হাজার নিয়োগ আমরা করে ফেলব।’

মন্ত্রী বলেন, ‘ম্যালেরিয়া একটি মরণব্যাধি রোগ। ম্যালেরিয়ার চিকিৎসা সরকার বিনামূল্যে প্রদান করে থাকে। এই রোগ প্রতিরোধে মশা নির্মূল করতে হবে। ’ তিনি মশা নির্মূল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্য খাতের প্রতিটি স্তরে স্বচ্ছতা আনা হবে। ’ স্বাস্থ্য বিভাগের জন্য প্রয়োজনের অতিরিক্ত কোনো যন্ত্রপাতি কেনা হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের যা প্রয়োজন, আমরা তাই ক্রয় করব। তার বেশি আমরা করব না। আমাদের অনেক যন্ত্রপাতি আছে। হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি প্যাকেটে বন্দি আছে। বিভিন্ন জায়গায় আনইউজড অবস্থায় আছে। কাজেই বিষয়গুলো আগামীতে যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখছি। সার্ভিস আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি। ’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর