ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
বুধবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে জাহিদুর রহমান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
জাহিদুর রহমান জাহিদ বৃহস্পতিবার সকালে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কক্ষে যান।
সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারেক মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্পিকারের পিএস কামাল বিল্লাহ বলেন, বিএনপি নেতা জাহিদের শপথ গ্রহণ উপলক্ষে সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়। দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রাণীশংকৈল) থেকে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য ইমদাদুল হক মোটর গাড়ি মার্কায় পান ৮৪ হাজার ৩৯৫ ভোট। মহাজোটের প্রার্থী ইয়াসিন আলী নৌকা প্রতীকে ৩৮ হাজার ৬২ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মাত্র ছয়জন প্রার্থী জয়ী হন। জয়ীদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এখনো সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করেই সংসদ সদস্য হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন জাহিদুর রহমান জাহিদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech