জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ২, ২০১৯

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের আমরু মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে পাকা ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর মামুন আহমদ বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর