ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ২, ২০১৯
জিস্ট ইন্টান্যাশনাল ফাউন্ডেশনের উদ্যেগে সিলেট অলিম্পিয়াড বিভাগের প্রিলিমিনারী রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা মে) দক্ষিণ সুরমার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অলিম্পিয়াডর বিভাগের প্রিলিমিনারী রাউন্ডের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মকন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের জেলা পরিচালক আব্দুল মালিক রাজু। জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ নেওয়াজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিস্ট ইন্টান্যাশনাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিপ্লব কুমার দে ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম ইসরাঈল আহমদ, বলদি বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, স্টার লাইট একাডেমির অধ্যক্ষ মো. আনোয়ার আলী, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাস, হাজি রশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, সিলাম পি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইকবাল আহমদ প্রমুখ।
শুরুতে কোরআন তেলওয়াত করেন প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুবায়ের আহমদ ।
ইন্টান্যাশনাল লিডারশীপ প্রোগ্রাম অন এডুকেশন ২০১৯ এর আওতায় উক্ত অলিম্পিয়াডে সিলেট বিভাগের ২০টি বিদ্যালয়ের প্রায় ২শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রায় ১ ঘণ্টার পরীক্ষার এই রাউন্ডে বিজয়ীরা ঢাকা রাউন্ডে অংশ নিবে এবং ঢাকা রাউন্ডে বিজয়ী ৮ জন শিক্ষার্থী চলতি বছরের আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিত কনফারেন্সে বাংলাদেশের হয়ে অংশ নিবে। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech