ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ২, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ও শিমুলবাঁক ইউনিয়নের ২০১৯-২০২০ সালের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০১৯-২০২০ সালের উন্মুক্ত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও: আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মিরা চন্দ,ইউপি সদস্য রুশন আলী,মিজানুর রহমান, আক্কাছ মিয়া, নুরুল আবেদীন, ইলিয়াছ মিয়া, মজিফুল বেগম, খাইরুন নেছা, মাহবুবা চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
আলোচনা সভা শেষে অত্র ইউনিয়নের বাজেট ৫৮ লক্ষ ৫৪ হাজার ২ শত ১২ টাকা ঘোষণা করেন চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন। পরে দুপুর ১টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে বিদায় সংবর্ধণা প্রদান করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে ২০১৯-২০ সালের ৬৬ লক্ষ ৮৬ হাজার ৪২ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিত।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের ্ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাকির আহমদ, ইউপি সচিব মিতালী তালুকদার, ইউপি সদস্য মিজানুর রহমান, লালন মিয়া, নুরুল আমিন, মকবুল হোসেন, হায়াতুল ইসলাম, সৈয়দুর রহমান,আহমদ আলী, মোজাহিদ আলী, নুর হোসেন, আছিয়া বেগম, সুলতানা বেগম, বিলকিছ বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech