দোষীদের গ্রেপ্তার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মে ৮, ২০১৯

দোষীদের গ্রেপ্তার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সাংবাদিক জয়ন্ত সেনের উপর হামলা


সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় দৈনিক সুনামকণ্ঠের উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেনের উপর র্দুবৃর্ত্তদের হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টায় সুনামগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ শহীদু নুরের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ রবিউল আলম, কলামিষ্ট ইকবাল কাগজী, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সংবাদের প্রতিনিধি লতিফুর রহমান রাজু, বাংলা ভিশনের প্রতিনিধি মাছুম হেলাম ৭১ টিভির প্রতিনিধি শামস শামীম, ইয়াং জার্নালিস্টের সভাপতি আশিক পীর, জেলা যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, সংবাদকর্মীরা যখন দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে যান তখন বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গাতে তারা হামলার শিকার হচ্ছেন। কিন্তু হামলার শিকার হয়ে ও যখন বিচার পাওয়া যায়না তখন দেশে আইনের শাসন নিয়ে রীতিমতো প্রশ্ন দেখা দেয়। বক্তারা আগমী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক জয়ন্ত সেনের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ সুপারের নিকট দাবি জানান। অন্যতায় আগামী ৪৮ ঘণ্টা পরে আরো কঠোর আন্দোলনের হুমিয়ারী দেন তারা।

গতকাল মঙ্গলবার রাতে শাল্লা উপজেলার নিজ গ্রাম থেকে সুনামগঞ্জ আসার পথে নিয়ামতপুর ও জয়পুরের মাঝখানে তার মোটর সাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানান ডাক্তাররা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর