বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মে ৮, ২০১৯

বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি

সুনামগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জে থ্যালাসেনিয়া সচেতনতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের সভাপতিত্বে ও হাসপাতালের আর এমও ডা. রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আশরাফুল হক, ডা. মৌমিক চক্রবর্তী,সিভিল সার্জন অফিসের মো. ওমর ফারুক প্রমূখ।

সিভিল সার্জন ডা. আশুতোষ বলেন সাইনটিফিকিটি সে সকল রীতিনীতি আছে,যে সমস্ত আচার অনুষ্ঠান আছে সেগুলো যদি মেনে চলা যায় তাহলেই কেবল থ্যালাসেনিয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে পুরোপুরি থ্যালাসেনিয়া থেকে মুক্তি পাওয়া খুবই দুস্কর এজন্য জনসটেতনতার কোন বিকল্প নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর