ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মে ৮, ২০১৯

ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের খাদ্য সামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণসুনামগঞ্জে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের উদ্যোগে রমজান উপলক্ষে উপজেলার দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ১শত ২টি পরিবারের মধ্যে চাউল, তৈল, লবন, ডাল, ময়দা, চিনি, চানা, আলু, পিয়াজ, রসুন, মরিচ, হলুদ, ধনিয়ানিত্য প্রয়োজনীয়খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী গোলাম রব্বানী ব্রিকস ফিল্ডের সামনে মাওলানা আশকর আলীর সভাপতিত্বে বিশিষ্ট সমাজ সেবক সোহেল মিয়ার পরিচালনায় উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুকআহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুফি মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সমাজসেবক জহির মিয়া, দিলোয়ার হোসেন, রাহি আহমদ প্রমুখ।

বক্তারা পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের উদ্যোগে যারা অনুদান হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন, তাদের পরিবার পরিজনের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতে এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখে তা আরও বেগবান করার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর