ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মে ৮, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদকব্যবসায়ী ও ওয়ারেন্টভ‚ এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর দিক নির্দেশনায় থানার এসআই জগৎ জ্যোতি চৌধুরী, এসআই আনোয়ার হোসেন, এএসআই মো. মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযানে জয়কলস ইউনিয়নের অন্তর্গত আসামপুর গ্রামের মৃত আরশ আলীর ছেলে মো. আমিন উদ্দিন(৫৫)কে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে ২শত গ্রাম ওজনের ষাট পুড়িয়া গাঁজা উদ্ধার করে তা জব্দ করা হয়।
আমিন উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে পৃথক অভিযান চালিয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার জিআর ৫৮/২০০৯ (দ.সু.) নং মামলার ওয়ারন্টভূক্ত পলাতক আসামী মো. আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার হাসনাবাদ গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।
থানার এএসআই মো. জিয়াউর রহমান, এএসআই মো. জাহাঙ্গীর হোসেন ভূইয়া অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছেন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech