বিয়ানীবাজারের দাসউরা সিনিয়র মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মে ৮, ২০১৯

বিয়ানীবাজারের দাসউরা সিনিয়র মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দাসউরা সিনিয়র মাদরাসায় এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) মাদরাসার হল রুমে সদ্য প্রকাশিত ফলাফলে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হোসাইনের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা আহমদ কামাল পাশা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. ফয়জুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গভর্নিং বডির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকারিয়া হোসাইন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মো. শরীফ উদ্দিন, আফাছ উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা জমিল আহমদ, প্রভাষক কেএম আনিচুজ্জামান, ইবরাহীম হোসাইন, হাবিবুর রহমান, ইসমাইল আলী, মাওলানা আলিমুদ্দিন, মাওলানা মনসুর আহমদ, মাওলানা আব্দুল বাসিতসহ এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর