ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মে ৯, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের হাওরাঞ্চলে উৎপাদিত বোরো ফসলের অর্ধেক সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয়ের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও উন্নত জাতিগঠনে হাওর এলাকার উন্নয়ন করতে সুনামগঞ্জ জেলাকে পাইলট প্রকল্পের আওতায় এনে কাজ শুরু করার আহŸান জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে যাওয়া ও ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে সুনামগঞ্জের হাওরাঞ্চলে উৎপাদিত বোরো ফসলের অর্ধেক সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয় করতে হবে।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সহ সভাপতি স্বপন কুমার বর্মন,সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান বশিরের সঞ্চালনায় বক্তব্য দেন, পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়‚ম মাস্টার, আওয়ামী লীগ নেতা আশক আলী, ইউপি সদস্য প্রতীমা রানী, প্রেসক্লাব সদস্য চিত্তরঞ্জন গোস্বামী ছানা প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech