ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ৯, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরবর্তী লাউড়েরগড় এলাকার বিশাল দু দু বালুচরের পুরো জায়গাটুকু দখল করে বোমা ও ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। বোমা ও ড্রেজার মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ স্থানীয় জনসাধারন।
সূত্র জানায়, স্থানীয় একটি প্রভাবশালী চক্র প্রশাসনের অনুমতি ছাড়াই বিরামহীনভাবে বোমা ও ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকার বালু ও পাথর। এই বিষয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ রাখতে জেলা প্রশাসনের কড়া নির্দেশ থাকলেও উপজেলা প্রশাসনের উদাসীনতা ও লোক দেখানো অভিযানে বন্ধ হচ্ছে না বালু ও পাথর উত্তোলন।
বৃহস্পতিবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলার লাউড়্রগেড় এলাকায় কোয়ারীতে বোমা ও ড্রেজার মেশিন চলছে এমন খবরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় লাউড়েরগড় কোয়ারী এলাকায় অভিযান পরিচালনাকালে ১৩টি বোমা ও ড্রেজান মেশিন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং ত্রিশহাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা ভূমি কমিশনার(এিেসল্যান্ড) মনতাসির হাসানের নেতৃত্বে চলা অভিযানে তাহিরপুর থানার এস আই দিপংঙ্কসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় ভুক্তভোগী লোকজনের অভিযোগ, বোমা ও ড্রেজার মেশিন দিয়ে বালু বা পাথর উত্তোলন বন্ধ রাখতে জেলা প্রশাসনের নির্দেশ থাকলেও স্থানীয় প্রশাসনের সাথে আতাত করে সিন্ডিকেট চক্রের সদস্যরা প্রতিনিয়িত এ কাজ করে যাচ্ছে। এদিকে প্রশাসন দিনে অভিযান পরিচালনা করলেও ঐ চক্রটি কৌশল বদল করে দিনের পরিবর্তে রাতেই ড্রেজার ও বোমা মেশিন লাগিয়ে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লক্ষাধিক টাকার বালু ও পাথর।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা ভূমি কমিশনার(এিেসল্যান্ড) মনতাসির হাসান মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে জানান, আজকের পর থেকে এই তাহিরপুর যাদুকাটা নদীতে কেহ অবৈধভাবে ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech