ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ৯, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা
নব নির্বাচিত তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু বাবুল বলেন, তাহিরপুর উপজেলাকে একটি আধুনিক ও যুগপোযোগী উপজেলা হিসাবে গড়ে তুলতে যা করা প্রয়োজন আমি আপনাদের সহযোগিতা নিয়ে তা করবো। আমি নিজে কোন অন্যায় করব না, আর কাউকে করতেও দিবনা। আপনারা সবাই আমাকে সহযোগিতা করলে এই উপজেলায় কোন চাঁদাবাজ থাকবে না।
আমার দরজা সবার জন্য খোলা থাকবে, আপনাদের একজন সেবক মনে করে সবাই আমার কাছে আসবেন। কারণ, আমি জীবনের বাকি দিনগুলো উপজেলাবাসীর সেবায় ব্যয় করতে চাই।
সুনামগঞ্জের তাহিরপুরে ৫ম উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও প্রথম মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা পাবলিক লাইব্রেরীতে বৃহস্পতিবার দুপুর ১টায় দায়িত্ব গ্রহণ ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের কাছ থেকে দ্বায়িত্বভার গ্রহণ করেন। তার সঙ্গে ভাইসচেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তারও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এছাড়াও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কারুল ও ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম অখঞ্জি, তাহিরপুর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দাকার(লিটন), মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech