ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ৯, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের চন্ডিপুল এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৪টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চন্ডিপুলস্থ বনফুল কোং কে মেয়াদোত্তীর্ণ রসমালাই বিক্রির অপরাধে ৭ হাজার টাকা, অনুমোদনহীন পণ্য বিক্রয় করায় আইডিয়াল স্টোরকে ২হাজার টাকা এবং অতিরিক্ত দামে সবজি বিক্রয়ের জন্য এক ব্যবসায়ীকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রশাসনের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech