সুনামগঞ্জে জিনের বাদশাসহ আটক ৪

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মে ১১, ২০১৯

সুনামগঞ্জে জিনের বাদশাসহ আটক ৪

সুনামগঞ্জ সংবাদদাতা
এবার সুনামগঞ্জে আসল জিনের বাদশাকে আটক করেছে পুলিশ। ওই জিনের বাদশা মানুষকে বড় লোক হওয়ার প্রলোভন দেখিয়ে ইতিপূর্বে হাতিয়ে নিছেন কোটি কোটি টাকা। অনেক কৌশলী হয়ে পুলিশ সদস্যরা শনিবার ভোররাতে তাকে আটক করেন। পরে তার দেয়া তথ্যমতে আরও ৩ সহযোগী আটক করা হয়। আটক জিনের বাদশাসহ ওই তিনজন পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মাওলানা ইমরান আহমদকে ১৫শ’ কোটি টাকা দেয়ার প্রলোভন দেখায় জিনের বাদশা হাফিজ এনামুল হাসান। খেলাফত মজলিস নেতা এই এনামুল হাসান জিনের বাদশা সেজে কথা বলে মাওলানা ইমরানকে কোটি কোটি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ইতিপূর্বে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ‘জিনের বাদশার গুরু’ এনামকে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। সে সৈয়দপুর (গোয়ালগাঁও) গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, শনিবার ভোররাতে জগন্নাথপুর সার্কেলের এএসপি মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ তিনি এক দল পুলিশ নিয়ে হাফিজ এনামুল হাসানের নিজ বাড়ি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে সোপর্দ করেন।

এদিকে, এঘটনায় পুলিশ জিনের বাদশার আরো ৩ সদস্যকে আটক করেছে। আটককৃত অন্য ৩ সদস্য স্বীকার করেন যে, তাদের গুরু হাফিজ এনামুল হাসান তাদের সহযোগিতায় ইমরান আহমদের সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

প্রতারণার শিকার মাওলানা ইমরান আহমদ জানান, আটককৃত এনামুল হাসান জিনের বাদশা সেজে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ১৫শ’ কোটি টাকা পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর