ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ১১, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা
প্রত্নতত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকসহ প্রত্নতত্ব অধিপ্তরের জরিপকারী দল সুনামগঞ্জে এসেছে।
শনিবার দুপুর সাড়ে ৩টায় সুনামগঞ্জে মাসব্যাপি প্রত্নতাত্বিক স্থাপনা জরিপ কাজ শুরু’র সূচনাতেই প্রত্নতত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকসহ প্রত্নতত্ব অধিপ্তরের জরিপকারী দল সুনামগঞ্জের ঐতিহ্যবাহী যাদুঘরের এই স্থাপনার প্রাথমিক জরিপ কার্যক্রম সম্পাদন করেন।
এসময় ময়নামতি জাদুঘর, শালবন বিহার কুমিল্লার সহকারী কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান, প্রত্নতত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের গবেষণা সহকারী মো. ওমর ফারুক, সিনিয়র ড্রাফটসম্যান মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা শহরের ঐতিহ্য যাদুঘরকে প্রত্নতাত্বিক যাদুঘর হিসাবে রূপান্তর করা যেতে পার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রত্নতত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান।
যেহেতু এটি এই অঞ্চলের প্রাচীণ কালেক্টরেট ভবন, এই অঞ্চলের মানুষসহ সংশ্লিষ্ট সকলে চাইলে এটি সুনামগঞ্জের প্রত্নতাত্বিক যাদুঘর হতে পারে। যেমনভাবে বরিশাল কালেক্টরেট ভবনকে প্রত্নতাত্বিক যাদুঘরে রূপান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, সুনামগঞ্জ কালেক্টরেট ভবনে ইতিমধ্যেই সুনামগঞ্জ অঞ্চলের ঐতিহ্য-নিদর্শন সংগ্রহ করে রাখা হয়েছে। প্রত্নতত্ব অধিদপ্তর এই যাদুঘরের দায়িত্ব নিলে স্থানীয় অনেক শিক্ষিত বেকারের কর্মসংস্থান হবে। সরকারের রাজস্ব আয়ও হবে।
২০১৬ সালের ৩০ জানুয়ারি এই ঐতিহ্য যাদুঘরের উদ্বোধন করেছিলেন বর্তমান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি ও তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech