ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ১১, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ঘর পাননি বীর মুক্তিযোদ্ধা বনমালী দাস। ঘর না পেয়ে তিনি রীতিমতো হতবাক।
জানা যায়, শনিবার (১১ মে) সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মুক্তিযোদ্ধাসহ মোট ১৯৮টি পরিবারের মধ্যে সরকারি টিনশেড ঘরের চাবি বিতরণ করেন। এ সময় ঘরের চাবি নিতে আসা জগন্নাথপুর উপজেলার হরিনাকান্দি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বনমালী দাস তালিকায় তাঁর নাম না পেয়ে হতবাক হয়ে যান।
এ সময় বীর মুক্তিযোদ্ধা বনমালী দাস ও জগন্নাথপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি আবুল কয়েছ অভিযোগ করে বলেন, জগন্নাথপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূমের স্বজনপ্রীতির কারণে বনমালী দাস তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি এর বিচার ও প্রতিকার চেয়ে পরিকল্পনামন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech