ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ১২, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের মধ্যে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর-ব্রাম্মনগাঁও গ্রামে।
জানা যায়, (১১ মে) শনিবার সন্ধ্যায় গ্রামের ফজরুল ইসলাম ও ছমির মিয়ার লোকজনের মধ্যে রাস্তা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ফজরুল ইসলাম (৪৫), সিরাজুল ইসলাম (৫০), রেহানা বেগম (৪২), রুশনা বেগম (৩৫) ও জমিলা বেগম (৭০) সহ উভয় পক্ষে ৫ জন আহত হন।
আহতদের মধ্যে ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। (১২ মে) রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech