ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ১২, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতি মামলার আরো ২ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। (১১ মে) শনিবার রাতে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশনায় থানার এসআই অনুজ কুমার দাশ ও সঙ্গীয় এসআই কবির উদ্দিন, এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
(১২ মে) রোববার গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে সেনু মিয়া ও একই ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শিপন মিয়া।
উল্লেখ্য, গত কয়েক দিন আগে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের ব্যবসায়ী হাজী ইন্তাজ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুজ কুমার দাশ বলেন, এ মামলায় মোট ৯ আসামিকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালমাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech