ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকাতির ঘটনায় সংগঠনের ১৭ থানা আঞ্চলিক কমিটি এবং সাবেক নেতৃবৃন্দকে নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) বাদ যোহর দক্ষিণ সুরমার পরাইচকের বাইপাস সড়কস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন অফিসে ডাকাতির ঘটনা বর্ণনা সবার সামনে তুলে ধরেন। সংগঠনের নেতৃবৃন্দ ঘটনার বিবরণ শুনে বিভিন্ন রকমের প্রস্তাব সভাপতির কাছে পেশ করেন। তারা যেকোন পরিস্থিতিতে আবু সরকার ও আমির উদ্দিনের পরিষদ’কে সামগ্রীক সহযোগিতা এবং পাশে থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন, জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ¦ মাখন মিয়া, প্রবীন শ্রমিক নেতা মনতাজ মিয়া, মনিরুজ্জামান মনির মিয়া, হাজী জমির মিয়া, গেদু মিয়া, নানু মিয়া, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, নিবাহী সদস্য আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন ভিআইপি, বিলাল আহমদ, জৈন্তাপুর আঞ্চলিক কমিটির সভাপতি নুর মিয়া, শাহপরাণ থানা আঞ্চলিক কমিটির সভাপতি ফুল মিয়া, সম্পাদক আজিজুল হক রহিম, দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. কাউছার আহমদ, সম্পাদক মারুফ আহমদ, জালালাবাদ থানা আঞ্চলিক কমিটির সভাপতি কালা মিয়া, মো. আলমগীর, কোম্পানীগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সহ সভাপতি কবির হোসেন, সম্পাদক মাহফুজ মিয়া, ওমানীনগর আঞ্চলিক কমিটির সভাপতি সুরুজ আলী, সম্পাদক মো. বাবুল মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি রাসেল আহমদ টিটু, সম্পাদক লালু মিয়া, বিশ^নাথ উপজেলা উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি আলাল মিয়া, সম্পাদক মকবুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি সুজিত চন্দ্র গুপ্ত বাচ্চু, সম্পাদক আব্দুন নুর, গোলাপগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি বদরুল ইসলাম, সহ সভাপতি মঈন উদ্দিন, কানাইঘাট উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি মিছবাহ উদ্দিন প্রমূখ।
সভায় সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক আমির উদ্দিন ডাকাতির সাথে জড়িত শরিফ আহমদকে সাময়িক বহিস্কার করেন।
পরে সভাপতির বক্তব্যে শ্রী আবু সরকার বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরোদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। সংগঠনের সুনাম রক্ষার্থে সকল প্রকার অপরাধের বিরোদ্ধে কঠোর হয়ে নিরপেক্ষভাবে কাজ করতে সবার প্রতি আহবান জানান আবু সরকার।
উল্লেখ্য, জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে গত শনিবার ডাকাতির ঘটনায় জড়িত সংগঠনের নির্বাহী সদস্য শরীফ আহমদ, নৈশ প্রহরী ফয়েজ আহমদ ও কম্পিউটার অপারেটার সোহেল আহমদের স্বাকারোক্তিমূলক জবানবন্দি শেষে গতকাল সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে। ডাকাতির ঘটনায় সংগঠনের সাধারণ সম্পাদক আমির উদ্দিন বাদি হয়ে মোগলাবাজার থানায় ৪ (১২/০৫/১৯) মামলা দায়ের করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech