ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থিত সেঁচকাজের পানির অনুসন্ধানের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩মে) বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হাওর ও জলাভ‚মি উন্নয়ন অধিদপ্তর এবং ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থ সেঁচকাজের পানির অনুসন্ধানের জন্য সমীক্ষা শীর্ষক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় বাংলাদেশ হাওর ও জলাভ‚মি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) ও প্রকল্প পরিচালক কে এম আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভ‚মি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)মোঃ মজিবুর রহমান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক এর রুটিন দায়িত্বরত উপ-পরিচালক স্থানীয় সরকার এমরান হোসেন এবং আইডব্লিউএম, ঢাকা এর নির্বাহী পরিচালক প্রফেসর ডঃ এমঃ মনোয়ার হোসেন।
এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech