ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
গত শুক্রবার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সিলেটের ছয় যুবক নিহতের ঘটনায় নড়েচড়ে বসেছে সিলেট জেলা প্রশাসন। এ ঘটনায় অবৈধভাবে মানবপাচারের বিষয়টি আলোচনায় ওঠে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে এ্যাকশনে নামে জেলা প্রশাসন।
এর প্রেক্ষিতে সোমবার (১৩ মে) সিলেট নগরের বিভিন্ন ট্রাভেলস এজেন্সিতে অভিযান চালানো হয়। অবৈধভাবে বিদেশে পাঠানোর অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। দিনভর জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজেস্ট্রেটের নেতৃত্বে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ট্রাভেলস এজেন্সিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন।
অভিযানে বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ২৪টি ট্রাভেল এজেন্সিকে পৌনে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদÐ দেওয়া হয়।
সোমবার সকালে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তিনজন মানবপাচারকারী আটক করা হয় এবং তাদের একমাসের কারাদÐ ও ২০ হাজার টাকা অর্থদÐ দেন নির্বাহী হাকিম হেলাল চৌধুরী।
আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী হাকিম ইরতিজা হাসান আবুসাইদ এন্টাপ্রাইজকে ত্রিশ হাজার, ট্রাভেল টাইমকে পঁচিশ হাজার টাকা, জিলানী এয়ার ইন্টারন্যাশনালকে পাঁচ হাজার, মিরাজ এয়ার ইন্টারন্যাশনালকে বিশ হাজার, জে স্কয়ার কনসালটেন্সিকে বিশ হাজার, রেন্জার ইন্টারন্যাশলকে বিশ হাজার ও নিউ জান্নাত ট্রাভেলসকে ত্রিশ হাজার এবং ট্রাভেলস কর্মচারী আব্দুল্লাহ আল মামুনকে পনের দিনের ও নাজমুল ইসলাম খানকে দশ দিনের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়।
নির্বাহী হাকিম আশরাফুল হকের নেতৃত্বে উপশহর এলাকায় অভিযান চালিয়ে রোজভিউ কমপ্লেক্সের আবিদ ওভারসিজকে ২০ হাজার, আসসালাম হজ্জ এবং ওমরা (প্যারাডাইস) ১৫ হাজার, আলকেফা ২০ হাজার, খাজা এয়ার ইন্টান্যাশনাল সার্ভিসকে ২০ হাজার, হোয়াইট ট্রাভেলস থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech