ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জয়নগর বাজারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই মো. মামুন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে ৬০ পিস ইয়াবাসহ তাদের আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
আটককৃতদের নাম মো. মনসুর আহমেদ(২৬) ও মো. হাফিজুর রহমান(২০)। এর মধ্যে মনসুর সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের সিদ্দেক আলীর ছেলে এবং হাফিজ একই গ্রামের মৃত মনফর আলীর ছেলে।
ধৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের এস আই মো. আমিনুল ইসলাম।
এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ কাজি মো. মোক্তদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech