অগ্নিনির্বাপণে মহানগর পুলিশের ৫৬ সদস্যের প্রশিক্ষণ গ্রহণ

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯

অগ্নিনির্বাপণে মহানগর পুলিশের ৫৬ সদস্যের প্রশিক্ষণ গ্রহণ

নিজস্ব প্রতিবেদন
সিলেট মহানগর পুলিশের ৫৬ জন সদস্য অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ নিয়েছেন। বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

কোনো জায়গায় আগুন লাগলে কিভাবে দ্রæততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, অগ্নিনির্বাপন যন্ত্র বা স্প্রে কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন কোন কাজের মাধ্যমে অগ্নিকাÐের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয় সেসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ গ্রহনকারী পুলিশ সদস্যবৃন্দ কোথাও দায়িত্বরত থাকলে সেখানে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণের সময় সার্বিক সহযোগিতা করতে পারবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর