জালালাবাদে বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯

জালালাবাদে বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদন
নগরের জালালাবাদ থানার হাওলাদারপাড়ার বাসা থেকে নিখোঁজ রয়েছেন মানিক চন্দ্র ঘোষ নামে ষাটোর্ধ্ব বৃদ্ধ। তিনি বাসা থেকে বের হয়ে আত্মীয়ের বাড়ি বিশ্বনাথ থানার টেংরা গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। পরে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মানিকের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রফি নগর গ্রামে। এ ঘটনায় জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং-৬৫১, তাং- ১৪/০৫/২০১৯।

ডায়েরীতে উল্লেখ করা হয়, মানিক চন্দ্র ঘোষ ১০ মে বিকেল সাড়ে ৩টায় বর্তমান জালালাবাদ থানার হাওলাদারপাড়ার বাসা থেকে আত্মীয়ের বাড়ি বিশ্বনাথ থানার টেংরা গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। পরে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে মানিক চন্দ্রের ছেলে পিনাক ঘোষ বলেন, বিশ্বনাথের মামা বাড়িতে খোঁজ নিয়েছি। কিন্তু তারা জানিয়েছেন বাবা সেখানে যাননি। নিকটস্থ আত্মীয়-স্বজনসহ সকলের বাসায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল- ০১৭৪৮ ৫৫০৬৪২ নাম্বারে যোগাযোগ করেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ মানিক চন্দ্র ঘোষের গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি ও মুখমন্ডল লম্বাটে। নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পেলে ০১৭৮৩-৬১৬১৬৪ নাম্বারে যোগাযোগ করার জন্য ছেলে পিনাক ঘোষ অনুরোধ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর