জগন্নাথপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে পরিবারে দিল পুলিশ

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

জগন্নাথপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে পরিবারে দিল পুলিশ

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে তার পরিবারে ফিরিয়ে দিল থানা পুলিশ।

কুড়িয়ে পাওয়ার ৩ দিনের মাথায় রোববার শিশুটিকে তার পিতা সেলিম মিয়ার কাছে হস্তান্তর করেন জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও ওসি (তদন্ত) নব গোপাল দাশ। এ সময় মুছার অসহায় পরিবারকে পুলিশের পক্ষ থেকে যাতায়াতের খরচ দেয়া হয়।

জানা যায়, শুক্রবার রাতে মুছা মিয়া নামের ৭ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারে কুড়িয়ে পেয়ে থানা পুলিশে দেন স্থানীয় জনতা।

সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মুরুলজানি গ্রামের সেলিম মিয়ার ছেলে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে হতভাগ্য শিশুটির পরিবারকে খোঁজে নিয়ে আসা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর