সিসিকের উপ-সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেনের ইন্তেকাল : মেয়রের শোক

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

সিসিকের উপ-সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেনের ইন্তেকাল : মেয়রের শোক

নিজস্ব প্রতিবেদন
সিলেট সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেন আর নেই। তিনি রোববার সকাল ৯টা ৪০ মিনিটে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

আজ রোববার (১৯ মে) রাত ১১টায় দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের হাজরাই মাঝপাড়া উত্তর গ্রামে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে উত্তর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

এদিকে রোববার বিকেল ৩টার দিকে মরহুমের কর্মস্তল সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে তার মরদেহ নিয়ে আসা হয়। এখানে মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব মোহাম্মদ বদরুল হক সহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে শেষ বিদায় জানান।

মেয়রের শোক: সিসিকের উপ-সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর