ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারে উপর হামলা চালিয়েছে পতিপক্ষরা। এতে মুক্তিযোদ্ধাসহ ১৫জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় পুলিশ ৪জনকে আটক করেছে। আটককৃতরা হল- লিটন মিয়া, আজিম উদ্দিন, নাজিম উদ্দিন, মারফত আলী।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে শনিবার (১৮মে) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাও গ্রামের মুক্তিযোদ্ধা কাছম আলীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় লিটন মিয়া, আজিম উদ্দিন, নাজিম উদ্দিন, মারফত আলীসহ তাদের আতœীয় স্বজনরা। হামলায় মুক্তিযোদ্ধা কাছম আলী(৮০), লাবিয়া বেগম(২৫), ওহেদ মিয়া(৪৫), রুপিয়া বেগম(৩০), শফিক মিয়াসহ পরিবারের ১৫ সদস্য আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে রাতেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত মুক্তিযোদ্ধা কাছম আলী(৮০), লাবিয়া বেগম(২৫), ওহেদ মিয়া(৪৫)কে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, এঘটনায় মুক্তিযোদ্ধা সন্তান শফিক মিয়া বাদী হয়ে ১৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ নামে তাহিরপুর থানায় মামলা দায়ে করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৪জনকে আটক করা হয়। রোববার (১৯মে) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech