সুনামগঞ্জে ভাঙারী দোকান থেকে পল্লী বিদ্যুতের বিপুল পরিমাণ যন্ত্রপাতি উদ্ধার

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

সুনামগঞ্জে ভাঙারী দোকান থেকে পল্লী বিদ্যুতের বিপুল পরিমাণ যন্ত্রপাতি উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মুক্তারপাড়া রোডস্থ একটি ভাঙারীর দোকান থেকে পল্লী বিদ্যুতের বিপুল পরিমাণ নতুন যন্ত্রপাতি জব্দ করেছে ডিবি পুলিশ।

সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দা জেলা যুবলীগের সদস্য শিমন চৌধুরীর দেয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাল মিয়ার ভাঙারীর দোকান থেকে এসব যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

একাধিক সূত্র জানায়, যন্ত্রপাতিগুলো পল্লী বিদ্যুৎ সমিতির অধীন দক্ষিণ সুনামগঞ্জে কর্মরত এনার্জি পেক্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার জাহেদুল ইসলাম সুমন নষ্ট দেখিয়ে দক্ষিণ সুনামগঞ্জ সাবস্টেশনের কিছু ম‚ল্যবান যন্ত্রপাতি বিক্রি করতে শহরের মুক্তারপাড়া এলাকার পানামা গল্লির ভাঙারীর দোকানে নিয়ে যান। ২৬ টাকা কেজি ধরে ৩৯২ কেজি যন্ত্র ভাঙারী দোকানী লাল মিয়ার কাছে বিক্রি করেন সুমন।

ডিবির ওসি আমিনুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতের অনেক যন্ত্রপাতি ভাঙারী দোকানে বিক্রি হচ্ছে শুনে ঘটনাস্থল থেকে হাতে নাতে ৩৯২ কেজি যন্ত্রপাতি জব্দ করেছি। যার অনুমান মূল্য ১লক্ষ টাকা। ঠিকাদার এই যন্ত্রপাতি নষ্ট বললেও বিক্রির বৈধতা না থাকায় জব্দ করা হয়। জব্দকৃত যন্ত্রপাতি ডিবির কার্যালয়ে নেয়া হয়েছে। বিক্রির বৈধতা ও আইনানুগ বিষয়টি খতিয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাবস্টেশনের এসব যন্ত্রাংশ ঠিকাদারের বিক্রির বৈধতা নেই জানিয়ে পল্লী বিদ্যুতের জিএম অকিল কুমার শাহা বলেন, সাবস্টেশনের এসব যন্ত্র ঠিকাদার ভাঙারীর দোকানের বিক্রি করার কোন নিয়ম নেই। সম্প‚র্ণ অনৈতিক পন্থায় এসব ম‚ল্যবান যন্ত্র বিক্রি করেছে ঠিকাদার। বিষয়টি আমি সদর থানার ওসিকে জানিয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি।

এ ব্যাপারে এনার্জি পেক্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেন, নতুন কোনো যন্ত্র বিক্রি করার কোনো নিয়ম নেই। নষ্ট যন্ত্রপাতি বিক্রি করতে হলে ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে প্রপার ডকুমেন্ট অনুযায়ী বিক্রি করা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর