ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মে ২২, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটে ‘ওয়েল ফুড’-কে ৭০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সিলেট নগরের গোটাটিকরে ‘ওয়েল ফুড’ এর ফ্যাক্টরিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভয়াবহ অনিয়মের কারণে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে আদালত দেখতে পায়, ওয়েল ফুড ফ্যাক্টরিতে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ সেমাই মজুদ করে রাখা হয়েছে। এছাড়া নিম্নমানের নিষিদ্ধ পণ্যও তারা মজুদ করে রেখেছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার জানান, অনিয়মের কারণে ওয়েল ফুডকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech