ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ‘মঞ্জিল গ্রুপ’ ও ‘মধুফুল কে জরিমানা

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ‘মঞ্জিল গ্রুপ’ ও ‘মধুফুল কে জরিমানা

নিজস্ব প্রতিবেদন
অবশেষে বড় অঙ্কের জরিমানা গুণতে হয়েছে সিলেটের খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মঞ্জিল গ্রুপ ও মধুফুল-কে। অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে নগরের গোটাটিকরে প্রতিষ্ঠান দু’টির ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় মঞ্জিল গ্রুপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, মধুফুলের ফ্যাক্টরিতে নিম্নমানের নিষিদ্ধ পণ্য মজুদ করে রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।

অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর