ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মে ২২, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারস্থ এলাকায় জাল নোট সনাক্তকরণে গ্রাহক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
(২২ মে) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব জিন্দাবাজারে অবস্থিত উত্তরা ব্যাংকের শাখা প্রাঙ্গণে এ প্রচারণ চালানো হয়।
শাখার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত¡াবধানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট জাল না সঠিক তা সনাক্তকরণের বিভিন্ন পদ্ধতি দেখানো হয়। এই সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে সিলেট শহরের সাধারণ মানুষ ও ব্যাংকের গ্রাহকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ।
উত্তরা ব্যাংক সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ডিজিএম মো. ইব্রাহিম উদ্দিনের তত্ত¡াবধানে জালনোট সনাক্তকরণে জনসচেতনতামূলক মাল্টিমিডিয়া প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় ।
সাধারণ মানুষজন যাতে সহজে জাল নোট সনাক্ত করতে পারে তার জন্য তারা নানাধরনের সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট শাখার ডিজিএম ও ব্যবস্থাপক মো. আহসান উল্যাহ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech