ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ২২, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উদ্যোগে ফিটনেসবিহীন দূরপাল্লার বাসে অভিযান চালানো হয়েছে।
(২২ মে) বুধবার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় টার্মিনাল থেকে ফিটনেসবিহীন দূরপাল্লার কোন বাসকে বের হতে দেওয়া হয়নি।
ট্রাফিক ডিসি ফয়সল মাহমুদের নেতৃত্বে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত¡রে সকাল ১১টা থেকে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান ঈদের পূর্ব পর্যন্ত চলবে। ঈদে যাত্রী সাধারণের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন এসব বাসকে চলাচলে নিষিদ্ধ করা হচ্ছে।
যেসব গাড়ির গাড়ির কাগজপত্র সঠিক পাওয়া যায়নি সেগুলো হলো ঢাকা মেট্রো-ব-১৫-২৫৬৬, ঢাকা মেট্রো-ব-১৪-৬২৯৭, ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৩৩, ঢাকা মেট্রো-ব-১৪-১৩৯৭, ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯, ঢাকা মেট্রো-ব-১৫-৪০৬৩। এসব গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিসি ট্রাফিক ফয়ছল মাহমুদ, এডিসি ট্রাফিক নিকুলিন চাকমা, সহকারি পুলিশ কমিশনার মো. আশিদুর রহমান, পুলিশ পরিদর্শক মো. আব্দুল মুকিত, টিআই প্রশাসন মো. হাবিবুর রহমান, প্রসিকিউশন ইনচার্জ সার্জেন্ট আবু বক্কর শাওন, সার্জেন্ট প্রবাশ দেবনাথ, সার্জেন্ট নূরুল হুদা মোড়ল প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech