ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ২৩, ২০১৯
সিলেটের অন্যতম ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান হেক্সা’স জিন্দাবাজার শাখার আইইএলটিএস ২২৭নং ব্যাচের উদ্যোগে বুধবার (২২ মে) নগরের আর্কিডিয়া ফুড কর্ণারে ফেয়ারওয়েল ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
গত ৭ই মার্চ থেকে শুরু হওয়া আইইএলটিএস কোর্স দীর্ঘ ২ মাস ১৫ দিন শেষে সমাপ্ত হয়।
সুলতান আহমেদ এর পরিচালনায় সিলেট শহরের জিন্দাবাজার শাখা পরিচালিত। ইফতার মাহফিলে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মো. এহসানুল করিম শান্তু, মো. আবুল কাশেম ও অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার।
উক্ত ব্যাচের বিদায় উপলক্ষে ইফতার মাহফিলে সকল শিক্ষার্থীরা উপস্থিত হয়। সবার মধ্যে আনন্দের ছায়া নেমে আসে। বিদায়ী এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকল কে হেক্সা’স এ নিয়মিত আশার জন্য অনুরুধ করেন শিক্ষকরা। এসময় শিক্ষকবৃন্দ বলেন, নিজেদের স্বপ্ন পূরণ করতে ইংরেজি ভাষায় আইইএলটিএস করতে পারেন। এতে হেক্সা’স জিন্দাবাজার শাখা সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে।
ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এহসানুল করিম ও ফয়সাল আহমদ।
ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থিত ছিলেন- হাসিব, নিজাম, তায়েফ, রাসেল, সৌতম, ইব্রাহীম, মাহবুব, শাহজাহান, মামুন (১), মামুন (২), তাহসিন, শাহীন, ইমন, সাইফুল, মুসা, শাকের, তারেক, মাসুম, রাহাত, মাজেদা, উর্মি, নিলি, তৃশা, জুঁই, শতাব্দী, চৈতি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech