দোয়ারাবাজারে ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্থর স্থাপন

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

দোয়ারাবাজারে ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্থর স্থাপন

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

রোববার (২৬মে) দুপুরে উপজেলার সদর উইনিয়ন পরিষদের সামনে গণপ‚র্ত বিভাগের ২কোটি ৭৮লাখ টাকা ব্যয়ে ৩তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, সুনামগঞ্জ গণপ‚র্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পিরচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক, ছাতক ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাকির, উপজেলা যুবলীগ নেতা বজলুল মামুন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর