শতবছরের ঐতিহ্যের স্মারক ‘আবুসিনা ভবন’ রক্ষা সমাবেশ বুধবার

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

শতবছরের ঐতিহ্যের স্মারক ‘আবুসিনা ভবন’ রক্ষা সমাবেশ বুধবার

সিলেটের ঐতিহ্যবাহী আবুসিনা ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত দেড়শতাধিক বছরের পুরনো ভবন রক্ষায় নতুন কর্মস‚চি দেয়া হয়েছে। আগামী ২৯মে কোর্ট পয়েন্টে সমাবেশ ও ৩০মে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হবে।

সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজের উদ্যোগে শনিবার (২৫ মে) রাত ১০টায় স্থানীয় একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে গণতন্ত্রী পাটির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী সভাপত্বিতে এক মতবিনিময় এই কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।

বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, সাম্যবাদী দলের সিলেটের সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ,সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ই.ইউশহীদুল ইসলাম শাহিন,বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদ,ন্যাপ সিলেট জেলার সাধারণ সম্পাদক এম এ মতিন,গনতন্ত্রী পাটি সিলেট জেলা সভাপতি আরিফ মিয়া, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কস পাটি সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর,কমিউনিস্ট পাটি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ জেলা সাধারণ সম্পাদক েেকএম.কিবরিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীয় দত্ত, ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তাফা শাহজামান চৌধুরী,জাসদ সিলেট জেলার নেতা মুক্তার আলী, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, প্রকৌশলী রাজন দাস, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শতবছরের ঐতিহ্যের স্মারক ‘আবুসিনা ভবন’ রক্ষার চলমান আন্দলনে সিলেটে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ব আহŸান জাননো হয়।

‘চৌহাট্টর মতো তীব্র যানযটযুক্ত এলাকায় আর হাসপাতাল নির্মাণ না করে যানযটমুক্ত রোগীবান্ধব এলাকায় এই হাসপাতালটি নির্মাণ করে সকলের জন্য সাস্থ্য সেবা নেওয়ার পথ অধিকরতর সহজতর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়র প্রতি যথাযথ নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, ‘উক্ত হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থানের নাকের ডগায় আলিয়া মাদ্রাসা মাঠ। যেখানে প্রায়শই ওয়াজ মাহফিল, রাজনৈতিক দলের জনসভা, নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে থাকে। এসব অনুষ্ঠানে হাজার হাজার মানুষ এতে অংশ গ্রহণ করে থাকেন। যার ফলে ঘণ্টার পর ঘণ্টা অত্র এলাকা সীমাহীন জনদুর্ভোগে আক্রান্ত হয়ে থাকে। হজরত শাহজাল (র.) বার্ষিক ওরশ মোবারকে দেশের প্রত্যন্তÍ এলাকা থেকে হাজার হাজার ভক্ত আসেকানদের সমাগম ঘটে থাকে। প্রস্তাবিত হাসপাতালের কয়েকশ গজ দুরে সিলেট জেলা স্টেডিয়াম।

এছাড়াও আম্বরখানা পয়েন্টের ভয়াবহ যানযট, চৌহাট্টা পয়েন্ট নয়াসড়ক পয়েন্টের তীব্র যানযটে নগরবাসী অতিষ্ঠ। এককথায় যানযটের আখড়া বলে খ্যাত এই স্থানে আর হাসপাতাল নির্মাণ নেহাতই আত্মঘাতী সিদ্ধান্ত হিসাবে পরিগণিত হবে। সভায় শতবছরের ঐতিহ্যবাহী এই ভবনটি ধ্বংস কিংবা খন্ডিত না করে তাকে যথাযথভাবে সংরক্ষণ করে পরিবেশ ও রোগী বান্ধব জায়গায় হাসপাতাল স্থাপন করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে আহবান জানানো হয়।

সভায় আগামী ২৯মে বেলা দুইটায় কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশে ও ৩০মে সকাল ১১টায় জেলা প্রসাশকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রধানের কর্মস‚চিতে অংশ গ্রহণ করতে সবাইকে অনুরোধ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর