ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯
অবৈধভাবে অন্যের প্ররোচনায় স্বল্পখরচে যারা বিদেশ গমন করতে চায় তাদেরকে তিউনেশিয়ার ভয়াবহ মৃত্যুর মিছিলের উদাহরণ দিয়ে বুঝাতে হবে এ পথে যাত্রা সঠিক নয় এবং এ পথ থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আর বৈধভাবে বিদেশ পাড়ি দেওয়ার পরামর্শ দিতে হবে। এতে একজন তরুণের যেমনি জীবন রক্ষা পাবে তেমনি তার পরিবার পরিজনের মুখে হাসি ফুটবে। এজন্য চাই গণসচেতনতা। সবাই সচেতন হলে আমরা মৃত্যুর মিছিল টেকাতে পারবো। ব্র্যাক মাইগ্রেশন ফোরাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভা বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
রোববার (২৬ মে) বেলা ২টায় দক্ষিণ সুরমার ব্র্যাক এরিয়া অফিসে ব্র্যাক মাইগ্রেশন ফোরাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়।
আরএসসি ম্যানেজার শুভাশীষ দেবনাথের সঞ্চালয়নায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক মাইগ্রেশন ফোরাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি, লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।
আলোচনায় অংশ নেন- ব্র্যাক মাইগ্রেশন ফোরাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহসভাপতি মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী, সাধারণ সম্পাদক ইউপি মেম্বার মো. আব্দুল হান্নান, সদস্য ইউপি মেম্বার মালিকা বেগম, সদস্য আনসার কমান্ডার মো. আখলাক মিয়া, সদস্য আনসার কমান্ডার বাবুল আহমদ, সদস্য উন্নয়নকর্মী সাহিদা আক্তার ও শামীমা আক্তার, সদস্য ইস্তাকুল ইসলাম, শাহ আক্তার আলী, শওকত আলী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার কলি বেগম।
পরে ফোরাম সদস্য সাংবাদিক তাজুল ইসলাম বাঙালির অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech