ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে বিদেশী মদসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯।
শনিবার (২৫ মে) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের এই অভিযানে ডলুরা শহীদ মিনার গ্রামস্থ বৈঠাখালী ঘাট এলাকা থেকে মো. মোশাররফ হোসেন (১৯) ও মো. পারভেজ আলম (২০) নামের দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মোশাররফ সুনামগঞ্জ সদর থানার ডলুরা শহীদ মিনার গ্রামের মো. হাবিবুল্লার ছেলে ও পারভেজ আলম একই গ্রামের মো. জলিল মিয়ার ছেলে।
এসময় তাদের কাছ থেকে ২১৩ বোতল বিদেশী মদ, ২টি মোবাইল ও ৪টি সীমকার্ড জব্দ করে র্যাব। উদ্ধাররকৃত মাদক ও আটক আসামিদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে র্যাবের মিডিয়া অফিসার (এএসপি) ওবাইন আটক ও মদ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech