ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯
নগরের শাহজালাল উপশহরস্থ জালালাবাদ জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের বার্ষিক মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় কলেজ ক্যাম্পাসে সিলেট বিভাগের প্রথম শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজ’ এর ২০তম ব্যাচের বি. এড. প্রশিক্ষণার্থীদের নিয়ে বার্ষিক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে এ মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ ড. মো. হাসমত উল্লাহ এর সভাপতিত্বে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জমসেদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ, ফেঞ্চুগঞ্চ উপজেলা শিক্ষা অফিসার মো. শফিক উদ্দীন।
কলেজের সহকারী অধ্যাপক মো. সোলায়মান চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের সহকারী অধ্যাপক সায়েম আহমদ চৌধুরী ও ডা. ইজ্জাদ আলী। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- মো. গোলাম কিবরীয়া এবং জাহাঙ্গীর আলম।
সভার শুরুতে মহা গ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত পেশ করেন হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন খাঁন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. ইসমাইল হোসেন।
অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে অত্মশুদ্ধি ও খোদাভীতি অনুশীলনের মাস। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চললে সমাজে শান্তি আসবে। রমজানের তাকওয়ার শিক্ষাকে কাজে লাগিয়ে বাকী এগারোটি মাসে জীবন পরিচালনার জন্য সকল রোজাদারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরে উপস্থিত সকলকে কলেজের পক্ষ থেকে ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech