নজরুলের জন্মদিনে মুক্তাক্ষরের আলোচনা সভা ও আবৃত্তি

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

নজরুলের জন্মদিনে মুক্তাক্ষরের আলোচনা সভা ও আবৃত্তি

‘তুমি আলোকের-তুমি সত্যের-তুমি ধ‚লার তাজ মহল’ স্লোগানকে সামনে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্ম দিনকে ঘিরে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের।

শনিবার (২৫ মে) মেট্রোপলিটন ল’ কলেজে বিকেল ৫টায় এ আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।

বিমল করের নির্দেশনায় দিপীকা দের গ্রন্থনায় ও শ্রুতি দাসের সঞ্চালনে প্রথমেই জাতীয় কবির কবিতা একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষরের শিক্ষার্থী স্বপ্ন, আদিত্য, প‚জা, পিউ, মীম, হিমেল, রনি, আরিক, আনিশা, অর্নব ও শ্রাবন্তী ধর।

পরে বিমল করের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন ডা. মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. নুরুল আম্বিয়া রিপন, ডা. সায়মা শাহাদত, দেলোয়ার হোসেন সজিব ও কবি সম্রাট তারেক। সব শেষে ইফতারের পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর