আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. সিলেট জোনে ব্যবসা উন্নয়ন শীর্ষক সভা

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. সিলেট জোনে ব্যবসা উন্নয়ন শীর্ষক সভা

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এর সিলেট জোনের ৬টি শাখার শাখা ব্যবস্থাপক, দ্বিতীয় কর্মকর্তা, বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান ও বিনিয়োগ বিভাগের প্রধান নিয়ে ব্যবসা উন্নয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৫ মে) শনিবার নগরের জেলরোডস্থ স্থানীয় একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মো. ফজলুর রহমান (আশরাফী) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এর উপ-ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজসেন প্রমোশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান ও এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোল্লা মো. খলিলুর রহমান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মুজিবুর রহমান।

সভায় প্রধান অতিথি ২০১৯ সালের এর এপ্রিল ভিত্তিক শাখা সমূহের ডিপোজিট, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক রেমিটেন্স, মুনাফা অর্জন এবং শ্রেণীকৃত ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কর্মপরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদান করেন।

সিলেট জোনের অপারেশন ম্যানেজার এফএভিপি নুরুল আম্বিয়ার চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক ও এভিপি মো. এস. এস. এম. গৌছ উদ্দীন সিদ্দিকী, বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক ও এডিভি এ কে. এম. মিজানুর রহমান, লালদিঘীরপাড় শাখার ব্যবস্থাপক ও এফএভিপি মো. ফারুক মিয়া, আম্বরখানা শাখার ব্যবস্থাপক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মুজিবুর রহমান, সিলেট জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল শাখার দ্বিতীয় কর্মকর্তা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর