ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯
দুর্বৃত্তদের হামলায় মৌলভীবাজারের বড়লেখায় রোববার (২৬ মে) রাতে আবিদা সুলতানা নামের এক আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইনজীবী নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাÐের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দ্রæত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জামিলুল হক জামিল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ প্রেরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজে আইনের শাষন প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য আবিদা সুলতানা হত্যাকান্ডের রহস্য দ্রæত উদঘাটন করে হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আবিদা হত্যাকাণ্ডের খবরে সিলেটের আইনজীবীরা বিক্ষুব্ধ। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে আইনজীবীরা রাজ পথে নামতে বাধ্য হবেন বলে প্রতিবাদ লিপিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech