জনগণ ঐক্যবদ্ধ হলে সব কিছু করা সম্ভব : ড. রেজা কিবরিয়া

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

জনগণ ঐক্যবদ্ধ হলে সব কিছু করা সম্ভব : ড. রেজা কিবরিয়া

সিলেট জেলা ও মহানগর গণফোরামের ইফতার ও আলোচনা সভা


গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড.রেজা কিবরিয়া বলেছেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে সব কিছু করা সম্ভব। আপনারা ঐক্যবদ্ধ হলে দেশের পরিবর্তন আনা সময়ের ব্যাপার। আমাদের যে লক্ষ্য আছে, সেটাকে অর্জন করতে হলে এবং স্বাধীনতার ঐক্যকে রক্ষা করতে হলে প্রতিটি ঘরে ঘরে ঐক্য গড়ে তুলতে হবে। দেশের মালিক জনগণ। দেশের গুণগত একটা পরিবর্তন ও দলকে শক্তিশালী করতে তিনি সবাইকে আহবান জানান।

ড. রেজা কিবরিয়া সোমবার (২৭ মে) নগরের জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের সভাক্ষে সিলেট জেলা ও মহানগর গণফোরাম আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গণফোরাম সিলেট মহানগর সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট এমদাদুল হক শামীম ও অ্যাডভোকেট লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো.আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জামিলুল হক জামিল, ব্যারিস্টার আরশ আলী, সিলেট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ,কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শান্তি পদক ঘোষ, মৌলভীবাজার জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজল, সাংবাদিক আল আজাদ, মৌলানা আব্দুল মালেক চৌধুরী, ছালেহ আহমদ চৌধুরী, ঐক্য ন্যাপের সিলেট জেলার সভাপতি রুহুল কুদ্দস বাবুল,অ্যাডভোকেট মুফতি রহমান, ইঞ্জিনিয়ার সিবু প্রসাদ দাস, আনিছুর রহমান,নজরুল ইসলাম আজাদ, আবুল হোসাইন, এস আর সেলিম, ডা.আজাদ আলী সুমন, বদরুল ইসলাম, আব্দুল মালক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর